ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মানে বাংলাদেশের অস্তিত্বে আঘাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, ডিসেম্বর ১৮, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মানে বাংলাদেশের অস্তিত্বে আঘাত

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে মিছিল নিয়ে নিউ মার্কেট ও রেলস্টেশন চত্বর প্রদক্ষিণ শেষে দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর কোনো ধর্মীয় ইস্যু নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। যারা এই কাজ করেছে তাদের প্রতিরোধ করতে হবে।

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দীন শাহিন, মহসিন মোরশেদ টিপু, মোহাম্মদ আলী চৌধুরী, মো. আলী সরওয়ার, মো. জাকির হোসেন, মো. খুরশিদ হাসান, মো. মোরশেদুল আলম, আব্দুর নুর, যীশু নাথ, আব্দুর রাজ্জাক বাবু, দোলন বৈষ্ণব, এমকে আলম বাসেদ, মাঈনুদ্দীন চৌধুরী ইমন, নাজিম উদ্দীন রাসেল, মো. মামুন বাদশা, কার্তিক রঞ্জন শীল টিটু।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।