ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইংরেজি সাইনবোর্ডে লাল কালি দিলেন মুক্তিযোদ্ধারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, ডিসেম্বর ১৯, ২০২০
ইংরেজি সাইনবোর্ডে লাল কালি দিলেন মুক্তিযোদ্ধারা

চট্টগ্রাম: ইংরেজিতে লেখা সাইনবোর্ডে লাল কালি, রং দিয়ে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।

শনিবার (১৯ ডিসেম্বর) নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার জুবিলি রোড এলাকায় ব্যতিক্রমী এ কর্মসূচিতে অংশ নেন তারা।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুজয় চৌধুরী, মশিউর রহমান খান, ডা. আরকে রুবেল, আরফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমদ, নিজামউদ্দিন আহমদ প্রমুখ।

মুক্তিযোদ্ধারা জলসা মার্কেটের বাটা শো রুমের ইংরেজি সাইনবোর্ড, নিউমার্কেট এলাকার বাটা, বার্জার পেইন্ট, বিভিন্ন মোবাইল ফোনের শোরুমের সাইনবোর্ডে কালি দেন।

এ সময় হ্যান্ড মাইকে জানুয়ারির আগে এসব সাইনবোর্ডে ইংরেজির বদলে বাংলা লেখার অনুরোধ জানান। অন্যথায় পরের বার এসব সাইন বোর্ড ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়।

ডা. মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, বাংলা সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক। দীর্ঘদিন এ ব্যাপারে সচেতন করেছি আমরা। এটি বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। যতদিন বাংলার পরিবর্তে, বাংলাকে অবহেলা করে, অহেতুক ইংরেজি লেখা সাইনবোর্ড থাকবে ততদিন আমরা কালি লাগাব।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।