ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাগর পাড় থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, ডিসেম্বর ১৯, ২০২০
সাগর পাড় থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার খেজুর তলা এলাকায় আউটার রিং রোডের পাশে বঙ্গোপসাগরের পাড় থেকে মো. আলমগীর (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মো. আলমগীর পতেঙ্গা এলাকার নুর নবীর ছেলে। তিনি বালুর ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) অলক বিশ্বাস বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার আউটার রিং রোডের পাশে বঙ্গোপসাগরের পাড় থেকে মো. আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর সেখানে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।  

অলক বিশ্বাস বলেন, আলমগীর বালুর ব্যবসা করতেন। ড্রেজার দিয়ে বালু তুলে নিজের গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। তার হত্যার বিষয়টি আমরা তদন্ত করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।