ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাশুক বাবুর ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক মিউজিক ভিডিও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
মাশুক বাবুর ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক মিউজিক ভিডিও শিল্পী মাশুক বাবুর মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন।

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে গাওয়া ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক মিউজিক ভিডিও তৈরি করেছেন শিল্পী মাশুক বাবু।  

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমাদের একটাই স্লোগান, বঙ্গবন্ধু তোমায় জানাই হাজার সালাম’- বঙ্গবন্ধুকে ভালোবেসে এই শব্দগুলোকে গানে রূপ দিয়েছেন চট্টগ্রামের এই শিল্পী।

গানটির টাইটেল করা হয়েছে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’।  

গানের প্রতিটি লাইনে যেমন তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান।

ভিডিওচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে- বঙ্গবন্ধু মানেই একটি ভালোবাসার নাম।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের ২নং গেইট হাইড আউট লাউঞ্জে মিউজিক ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

মিউজিক ভিডিওটির গীতিকার ও সুরকার মাশুক বাবু। এতে প্রাসঙ্গিক চিত্রায়িত হয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, তরুণ উদ্যোক্তা রুম্মান আহমেদ ও শিশু শিল্পী আরশান।  

অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানু, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, তরুণ উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহমেদ, র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা হানিবুন সোহাদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাশেদুল আরেফিন জিসান।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।