চট্টগ্রাম: ‘জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নিজের উদ্দেশ্য সাধন করার নাম রাজনীতি নয়। রাজনীতি একটি ব্রত।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমির মুক্তমঞ্চে শহীদ মাহফুজ স্মৃতি সংসদ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, রাজনীতিকে যারা মানবসেবার ব্রত করেছিলেন তারা আজ ইতিহাসে সমুজ্জ্বল। আর এর প্রকৃষ্ট উদাহরণ বাঙালির হাজার বছরের সাধনার ফল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর চর্চা করলে শেখা যাবে রাজনীতিবিদের মূল মটো কী হওয়া উচিত।
শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলমের সভাপতিত্ব ও নাছির উদ্দীন কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দীন, শৈবাল দাশ সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, আলী আকবর খোকন, শফিকুল রহমান তাপস, ডা. বাবর চৌধুরী, আলাউদ্দীন আলো প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাহেদ ইকবাল বাবু, জেসমিন পারভীন জেসী, যুবলীগ নেতা সুমন দেবনাথ, মিনহাজ উদ্দীন, আবদুল কাদের, হাসান ফয়সাল, সাহেদ মিজান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএম/টিসি