ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ৫৯ জন প্রার্থী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, ডিসেম্বর ২০, ২০২০
সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ৫৯ জন প্রার্থী ...

চট্টগ্রাম: সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৯ জন। এদের মধ্যে দুইজন মেয়র পদে, ১২ জন সংরক্ষিত কাউন্সিলর পদে এবং ৪৫ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেন।

 

সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বাংলানিউজকে বলেন, ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে ২ জন মেয়র প্রার্থী রয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ তারিখ এবং ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।  

এর আগে গত ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে  পৌরসভা নির্বাচনের পরিপত্র জারি করা হয়। সন্দ্বীপ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।