ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রেলওয়ে ট্রাফিক কর্মচারীদের প্রতিবাদ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রেলওয়ে ট্রাফিক কর্মচারীদের প্রতিবাদ  বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ। রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় পাহাড়তলীতে ডিআরএম চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহিদ হোসেন খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো. দিদার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সভাপতি মো. জাফর উল্ল্যাহ মজুমদার, যুগ্ম সম্পাদক মো. ফখরুল আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা মো. নাজিম উদ্দিন আজমল, শ্রমিক লীগ লোকো শেড শাখার সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকী বাবুল,  রাশেদুল আলম সুমন ও আবু বক্কর।

 

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।