ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সঙ্গে রবি’র সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সঙ্গে রবি’র সমঝোতা স্মারক সই

চট্টগ্রাম: শিক্ষার্থীদের অনলাইনে অ্যাকাডেমিক কার্যক্রম সহজ করার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে কাজ করছে।

এর অংশ হিসেবে শিক্ষার্থীদের শতভাগ অনলাইন শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে সাশ্রয়ী মূল্যে ডাটা প্যাক দিতে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি।

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার এবং রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস্) আরিফ আহমেদ চৌধুরী সমঝোতা স্মারকে সই করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, ট্রেজারার প্রফেসর এএনএম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজার আবদুল্লাহ্ আল মামুন।

এই সমঝোতা স্মারকের ফলে রবি আজিয়াটা লিমিটেড বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি মাসে ১৯৯ টাকায় ৩০ জিবি ডাটা প্যাক দেবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।