ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে গ্রুপ আর্ট প্রদর্শনী  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে গ্রুপ আর্ট প্রদর্শনী   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকার ভারতীয় হাইকমিশন ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় একটি গ্রুপ আর্ট প্রদর্শনীর আয়োজন করছে।  

আর্টকনের বিশিষ্ট কিউরেটর মি. রিপন এ প্রদর্শনীটি তৈরি করেছেন।

এতে ১২ শীর্ষস্থানীয় ও প্রতিশ্রুতিশীল বাংলাদেশের চিত্রশিল্পীর বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হবে।  

শিল্পীদের মধ্যে রয়েছেন আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জিব দাস অপু, কৃতি রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এসএম মিজানুর রহমান, মো. জাকির হোসেন পুলক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী ও মানিক বনিক।

প্রদর্শনী ২৫-২৭ ডিসেম্বর প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।