চট্টগ্রাম: কালুরঘাট সেতু, ফয়’জ লেক ও পাহাড়তলী ওয়ার্কশপসহ রেলওয়ে পূর্বাঞ্চলের চলমান কার্যক্রম পরির্দশনে আসছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামে আসার কথা রয়েছে তার।
পরে বিকেল সাড়ে ৪টায় কালুরঘাট সেতু, সন্ধ্যা সাড়ে ৬টায় ফয়’জ লেক পরিদর্শন করবেন তিনি। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিআরবি পরিদর্শন, সাড়ে ১০টায় পাহাড়তলী ওয়ার্কশপে যাবেন সেলিম রেজা।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক তারেক মো. সামস্ তুষার বাংলানিউজকে বলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব আসার পথে আখাউড়া্, কুমিল্লা, লাকসাম, গুণবতী ও ফেনী রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
জেইউ/এসি/টিসি