চট্টগ্রাম: নগরে নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে মো. সালাউদ্দিন এবং মো. শুক্কুর নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই মো. সালাউদ্দিন নামে এক শ্রমিক নিহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বাংলানিউজকে জানান, দেয়াল ধসে আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে মো. শুক্কুর নামে একজন মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমএম/এসি/টিসি