ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীমানা প্রাচীরের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
সীমানা প্রাচীরের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু নিহত শ্রমিকের জন্য স্বজনের আহাজারি। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরে নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে মো. সালাউদ্দিন এবং মো. শুক্কুর নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই মো. সালাউদ্দিন নামে এক শ্রমিক নিহত হন।

আহত আরও দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বাংলানিউজকে জানান, দেয়াল ধসে আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে মো. শুক্কুর নামে একজন মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।