চট্টগ্রাম: নগরের খুলশী থানার ডেবার পাড় এলাকায় ইভটিজিং করার দায়ে এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ ডিসেম্বর) ডেবার পাড় কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল নামে ওই বখাটেকে ইভটিজিং করার সময় হাতেনাতে ধরা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে বলেন, ছদ্মবেশে ডেবার পাড় কুসুমবাগ আবাসিক এলাকায় প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে ইভটিজিং করার সময় মো. রাসেল নামে এক বখাটেকে ধরে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভিকটিমের দেওয়া তথ্যানুযায়ী ইভটিজার ভিকটিমকে তার কর্মক্ষেত্রে যাওয়া-আসার পথে ইভটিজিং করে আসছিলেন। তাই আজ ছদ্মবেশে অভিযান চালিয়ে ইভটিজারকে ইভটিজিং করার সময় হাতেনাতে ধরা হয়।
কোনো নারী ইভটিজিং এর শিকার হলে দ্রুত জেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমআর/টিসি