ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মুজিব শতবর্ষ ভলিবল প্রতিযোগিতা শুরু সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
চট্টগ্রামে মুজিব শতবর্ষ ভলিবল প্রতিযোগিতা শুরু সোমবার

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।  

জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘মুজিব শতবর্ষ জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা’ নামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হবে সোমবার।

শনিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সুমন দে, সদস্য সচিব মোহাম্মদ শোয়াইব এবং সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান ও আবু সামা বিপ্লব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি দল অংশ নেবে। ২৮ ও ২৯ ডিসেম্বর নগরের শিরিষতলা প্রাঙ্গণে প্রতিযোগিতার সব খেলা অনুষ্ঠিত হবে।

২৮ ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।  

বিশেষ অতিথি থাকবেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।