চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মনোনিত হয়েছেন।
রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত উপ কমিটির তালিকায় মাহবুবুল আলমের নাম রয়েছে।
৬০ সদস্যের উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ ও সদস্যসচিব মো. সিদ্দিকুর রহমান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, প্রথমে আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এআর/টিসি