চট্টগ্রাম: নগরের পাহাড়তলীর জোড় ডেবা এলাকায় রেলওয়ের দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করে ৪৭৫ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে রেলওয়ের পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ। রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় পাহাড়তলীর জোড় ডেবা এলাকার আশপাশে সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি মিলিয়ে ২১৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় রেলওয়ের দশমিক ৭৮ একর জায়গা।
চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বাংলানিউজকে এ অভিযান চলমান থাকবে বলে জানান।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
জেইউ/টিসি