ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত চবির ছাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত চবির ছাত্রী প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) বিকেলে বায়েজিদের কুলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সানজিদা চবির বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. কামরুল বাংলানিউজকে বলেন, ওই ছাত্রীকে চমেকের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন।

সানজিদার ভাই মো. তুষার বাংলানিউজকে বলেন, তিনি বিশ্ববিদ্যালয় থেকে বায়েজিদে নামেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে আহত হন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।