ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের

চট্টগ্রাম: নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ।  

সোমবার (৪ জানুয়ারি) দিনের শুরুতে সকাল ৮টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।

 

কলেজের মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে জন্মদিন উদযাপন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
মাহমুদুল করিম বলেন, বাংলা ও বাঙালি জাতির ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগের নামটি জড়িত।

১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি জাতির পিতার হাত ধরে সংগঠনের জন্মের পর থেকেই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রসহ সব আন্দোলনে সাথে মিশে আছে ছাত্রলীগের নেতাকর্মীদের আত্মত্যাগ। তাই আজকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল শহীদ ছাত্রলীগ নেতাকর্মীর প্রতি জানাই শ্রদ্ধা।
 
সুভাষ মল্লিক সবুজ বলেন, ছাত্রলীগের জন্ম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এখনও দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। কিন্তু সেই ষড়যন্ত্র অতীতের ন্যায় প্রতিহত করতে রাজপথে সদা সজাগ রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উথিলা মারমা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক খন্দকার নাইমুল আজম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাইফুল খান, উপ-প্রচার সম্পাদক আবু নাঈম মো. হাসান, দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল সাইমুন, কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, জাহিদ হাসান সাইমন, জিয়াউদ্দিন আরমান, নীরব মামুন, রুবেল উদ্দিন, মিনারুল হক, ইমাম হোসেন, সৈয়দ রাহাত, এইচ এম আকাশ, ওয়াহিদুর রহমান সুজন, জামশেদ উদ্দিন, অর্ণব দেব, সাইফুল ইসলাম রাজ, মোস্তফা তারেক, আবদুল মালেক রুমি, সাফায়েত হোসেন রাজু, রাশেদুল ইসলাম, এস এম কবিরুল আজম, সিরাজুল ইসলাম তুহিন, মামুন সিকদার, আনসার উল্লাহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।