ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য প্রফেসর আওরঙ্গজেব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য প্রফেসর আওরঙ্গজেব

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব সোমবার (১১ জানুয়ারি) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেছেন।  

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে বেলজিয়ামের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল ম্যানেজম্যান্ট অ্যান্ড ডেভলপমেন্ট এ এমএস ডিগ্রি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, মানব সম্পদ বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন বিধিবদ্ধ কমিটিতে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন।

দেশি বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার অনেক গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।