ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ ...

চট্টগ্রাম: লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।  

গ্রেফতার দুইজন হলো- ঝালকাঠি জেলার রামচন্দ্রপুর বালিঘোনা এলাকার মো. সেলিমের ছেলে মো. রাকিব (২২) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব চন্ডিবেরপাড়া এলাকার মো. হেলো মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (২২)।

 

দুইজনকেই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার গেইট এলাকা থেকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। রাকিবকে ১০ হাজার পিস ইয়াবা ও কাভার্ডভ্যানসহ এবং বিল্লালকে ৫ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে বলেন, লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।