ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‍্যানকন রিয়েল এস্টেট’র বিভাগীয় টাউনহল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
র‍্যানকন রিয়েল এস্টেট’র বিভাগীয় টাউনহল

চট্টগ্রাম: র‍্যানকন গ্রুপের রিয়েল এস্টেট ডিভিশনের চট্টগ্রামস্থ প্রতিষ্ঠানগুলোর ২০২১ সালের প্রথম টাউনহল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১১ জানুয়ারি) র‍্যাংকস এফসি প্রোপার্টিসের আগ্রাবাদস্থ কর্পোরেট হেড কোয়ার্টারে এই বিশেষ টাউনহলটি অনুষ্ঠিত হয়।

 
 
টাউন হল পরিচালনা এবং ২০২১ সালের বিভাগীয় ব্যবসায়িক লক্ষ্য নিয়ে কথা বলেন বিভাগীয় পরিচালক মাশিদ রহমান।  

বক্তব্য দেন র‍্যাংকস এফসি'র সিইও তানভীর শাহরিয়ার রিমন, রিয়েল এস্টেট ডিভিশনের ফাইন্যান্স কন্ট্রোলার ইকবাল হোসাইন, মেরিন ফিস এর হেড অব অপারেশনস নাভীন আনোয়ার, র‍্যানকন ওশিয়ানার হেড অব অপারেশনস তারেকুজ্জামান সরকার প্রমুখ।

 

এসময় র‍্যাংকস এফসি প্রোপার্টিস, ইনস্পেস আর্কিটেক্টস, র‍্যানকন ওশিয়ানা, র‍্যানকন সি ফিশিং, মেরিন ফিস প্রিসার্ভার’র সদস্যরা উপস্থিত ছিলেন। র‍্যানকন রিয়েল এস্টেট ডিভিশনের অধীনে রয়েছে মোট ৮টি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।