ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৫ মামলার আসামি মাসুদ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
১৫ মামলার আসামি মাসুদ গ্রেফতার

চট্টগ্রাম: নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১৫ মামলার আসামি মো. মাসুদ কামালকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বাংলানিউজকে জানান, খুন, অস্ত্র, মাদক, বিস্ফোরক ও নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনাকারী কামাল প্রকাশ মো. মাসুদ কামালকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়।

কামাল প্রকাশ মো. মাসুদ কামালের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার ১৫টি মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।