ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

চট্টগ্রাম: ২০১৩ সালে মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

 

গ্রেফতার দুইজন হলো- কোতোয়ালী থানাধীন হাজারী লেইন এলাকার জাহাঙ্গীরের ছেলে মো. করিম (২৪) ও একই এলাকার আইয়ুব খানের ছেলে মো. আজাদ (১৯)।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ২০১৩ সালে মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এছাড়া গ্রেফতার করিমের বিরুদ্ধে ২২টি ও আজাদের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।