ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগ ও 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আ.লীগ ও 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১ মগ পুকুর এলাকার একটি বাড়িতে কাদের ও তার সঙ্গীদের অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। পুলিশ-র‌্যাব অবস্থান নিয়েছে। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম মো. আজগর আলী বাবুল (৫৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে। আরও একজন আহত রয়েছ।

তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সূত্র জানিয়েছে, আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও 'বিদ্রোহী' প্রার্থী ও সাবেক কাউন্সিলর মো. আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।