ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাকে বাঁচাতে চান সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
মাকে বাঁচাতে চান সেলিম মা সেলিনা বেগমের সঙ্গে হোসাইন মো. সেলিম।

চট্টগ্রাম: মায়ের দুটি কিডনীই নষ্ট। গত দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

চিকিৎসকদের কোনো চেষ্টায় কাজ হয়নি। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের।
তাই মাকে বাঁচাতে সাহায্য চাইছেন ছেলে হোসাইন মো. সেলিম।  

চট্টগ্রামের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকায় ভাড়া বাসায় মা সেলিনা বেগম ও এক ভাই-এক বোনকে নিয়ে থাকেন সেলিম। পরিবারে সঞ্চয়ের যত অর্থ ছিল তাও গত দু’মাসে মায়ের চিকিৎসায় শেষ হয়ে গেছে।  

হোসাইন মো. সেলিম বলেন, দুই মাস ধরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মা। নিজের কাছে যা টাকা ছিল তা মায়ের চিকিৎসায় খরচ করে ফেলেছি। চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা বলেছেন বাসায় নিয়ে যেতে। মাকে বাঁচাতে হলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। দুটো কিডনী প্রতিস্থাপন করতে হবে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো আমার মাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারবো। সকলের কাছে আমার মায়ের জন্য দোয়া প্রার্থনা করছি।

সহায়তা পাঠানোর ঠিকানা: মো. সেলিম, অ্যাকাউন্ট নম্বর: ৭০১ ৭৪১ ৯৪৯ ৩৮৯২। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। মোবাইল: ০১৮৭-৩৭১৭৩৭৫।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি, ১৩, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।