চট্টগ্রাম: নগরবাসীর কল্যাণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ‘সুস্থধারার রাজনীতির প্রতীক’ মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে আহ্বান জানিয়েছেন সমাজসেবক ফরিদ মাহমুদ।
শুক্রবার (১৫ জানুয়ারি) জুমার নামাজ শেষে নগরের হজরত গরিব উল্লাহ শাহ (র.) মাজারে মুসল্লিদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, আব্দুর জাহের জসিম, নগর যুবলীগ নেতা শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, জাহেদুর রহমান জুয়েল, এসএম আব্বাস উদ্দিন, রাশেদুল আলম চৌধুরী, মো. নুরুজ্জামান, প্রকৌশলী মিজানুর রহমান, নাজমুস সাকিব, ইয়াছিন ভূঁইয়া, মনির হোসেন, মোহাম্মদ হাসান প্রমুখ।
এর আগে তারা মসজিদে জুমার নামাজ আদায়, মিলাদ মাহফিল ও জেয়ারতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এআর/টিসি