চট্টগ্রাম: গত ২৪ ডিসেম্বর ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. আবুল কাশেম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছিল সাতকানিয়া থানা পুলিশ। মাদক মামলায় গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে আসা হয় তাকে।
বুধবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বাংলানিউজকে বলেন, ট্রাকের ভেতরে মালামাল পরিবহনের অংশে চাকা জ্যাম করার কাজে ব্যবহৃত কাঠের টুকরার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবা। রিমান্ডে আনার পর আসামির কাছ থেকে তথ্য পেয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, গত ২৪ ডিসেম্বর ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছিল। তখন একটি ট্রাক জব্দ করা হয়েছিল। তখন ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও ২০ হাজার ইয়াবা ট্রাকেই লুকানো ছিল।
এদিকে পৃথক অভিযান চালিয়ে মোট ৮ হাজার ২০০ পিস ইয়াবা ও পাঁচ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গ্রেফতার তিনজন হলো- মো. জয়নাল আবেদিন (৩২), মো. নাইম নেওয়াজ (২২) ও মো. ইব্রাহিম (৩৪)।
পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এসকে/টিসি