ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫৬ নির্বাচনী এজেন্ট গ্রেফতার, দাবি ডা. শাহাদাতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
৫৬ নির্বাচনী এজেন্ট গ্রেফতার, দাবি ডা. শাহাদাতের ...

চট্টগ্রাম: সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ৫৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি)  দুপুর ২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দেন বিএনপির এ প্রার্থী।

 

পরে সাংবাদিকদের ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনের এক দিন আগে ৫৬ জন নির্বাচনী এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। যেহেতু এজেন্টরা নির্বাচনের একটি অংশ।

তাই নির্বাচনী এজেন্টদের ছাড়িয়ে আনতে কমিশনকে অনুরোধ জানিয়েছি। আর যদি কমিশন এতে বিফল হয় তাহলে তাদের ব্যর্থতার দায়ভার নিয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে আসা উচিত।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।