ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের লালদীঘি পার্কে জ্যোৎস্না উৎসব শনিবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
চট্টগ্রামের লালদীঘি পার্কে জ্যোৎস্না উৎসব শনিবার  ...

চট্টগ্রাম: নগরের লালদীঘি পার্কে শনিবার (৩০ জানুয়ারি) রাত পৌনে আটটায় অনুষ্ঠিত হবে জ্যোৎস্না উৎসব। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সভাপতিত্ব করবেন উৎসবের আয়োজক চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।    

পূর্ণিমার চাঁদের আলোতে জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সংগীতানুষ্ঠানে থাকবে লোকজ, ভাওইয়া, পল্লিগীতি, দেশাত্মবোধক ও রবীন্দ্র-নজরুলসহ চট্টগ্রামের আঞ্চলিক গান।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় একই জায়গায় অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও পিঠা উৎসব। এতে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।