ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিরাজিয়া তরুণ সংঘের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
সিরাজিয়া তরুণ সংঘের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রাম: হাটহাজারীর দক্ষিণ মাদার্শার সামাজিক সংগঠন সিরাজিয়া তরুণ সংঘের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও মুহিব্বানে রাসুল (স.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সিরাজিয়া তরুণ সংঘের সভাপতি ডা. মো. আকিল ইবনে তাহের (মুবিন) এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ডা. মোহাম্মদ সিরাজুল হক।

 

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার কার্যকরী সদস্য, সাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হোসেন আহম্মদ।  

চিকিৎসা ক্যাম্প পরিচালনায় ছিলেন- ডা. আতিকুল ইসলাম ভূঁইয়া, ডা. তারেকুল ইসলাম জনি, ডা. ইবনাত তাসনিম, ডা. মেহেবুবা ইসলাম, ডা. ইসরাতুন নাহার, ডা. ফাহাদ হোসেন, ডা. মো. আব্দুল হাদী, ডা. সাইদুল ইসলাম আরফাত।

প্রধান অতিথির বক্তব্যে ডা, হোসেন আহম্মদ বলেন,সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন মানবসেবামূলক কাজের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সেই সাথে কোভিড-১৯ ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এলাকার জনসাধারণকে সচেতন থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।