ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গার্মেন্টসকর্মীকে খুনের মামলায় স্বামী-সতীন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
গার্মেন্টসকর্মীকে খুনের মামলায় স্বামী-সতীন রিমান্ডে

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন বাটালি হিল এলাকায় গার্মেন্টসকর্মীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার স্বামী ও সতীনকে একদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।  

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে তাদের রিমান্ড দেওয়া হয় বলে বাংলানিউজকে জানান খুলশী থনার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন।

 

রিমান্ডের আদেশপ্রাপ্ত দুইজন হলেন- শরীফ মিয়া (৩০) ও তার দ্বিতীয় স্ত্রী রিনা আক্তার (২৩)।  

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে বাটালি হিল এলাকায় ইসলাম কলোনির একটি বাসা থেকে ফারজানা আক্তার বুলুর (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বামী ও সতীন মিলে তাকে খুন করে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে পুলিশ।  

আফতাব হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে ফারজানাকে খুন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শরীফ দুই স্ত্রী ফারজানা ও রিনাকে নিয়ে এক বাসায় থাকত। পারিবারিক ঝগড়ার একপর্যায়ে শরীফ ও রিনা মিলে শ্বাসরোধ করে ফারজানাকে খুন করে। এরপর লাশের গলায় ওড়ান পেঁচিয়ে সেটি রান্নাঘরের চালের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।  

তিনি বলেন, ঘটনার পর শরীফ মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী রিনা আক্তারকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে হাজির করলে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।