ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর আদর্শকে যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
বঙ্গবন্ধুর আদর্শকে যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে ‘জাতির পিতা জন্মশতবর্ষে চট্টগ্রামের শ্রদ্ধাঞ্জলি’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন ভূমিমন্ত্রী

চট্টগ্রাম: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বঙ্গবন্ধু ও দেশ একই সূত্রে গাথা। যতদিন এ দেশ থাকবে, পৃথিবী থাকবে ততদিন জাতির পিতা বেঁচে থাকবেন।

নতুন প্রজন্মকে তাঁর জীবন, আত্মত্যাগ, দর্শন, সংগ্রামের ইতিহাস জানাতে হবে। বিশ্বে কীভাবে বাঙালি জাতিকে বীরের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু তা জানার জন্য আমাদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা বইগুলো পড়তে হবে।
 

বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত স্বপ্নের দেশ বাস্তবায়ন করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ। বিশ্ব আজ বাংলাদেশ নিয়ে কথা বলছে। উপমহাদেশে এ দেশ আজ লিড দিচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ আর তাঁর কন্যা শেখ হাসিনা আছেন বলেই এসব অর্জন সম্ভব হচ্ছে। তাই বঙ্গবন্ধুর আদর্শকে যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে শনিবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধু কবিতা উৎসব ও নেছার আহমদ সম্পাদিত স্মারকগ্রন্থ ‘জাতির পিতা জন্মশতবর্ষে চট্টগ্রামের শ্রদ্ধাঞ্জলি’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।  

আলোচনায় অংশ নেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, একাডেমির প্রতিষ্ঠাতা কবি-সাংবাদিক রাশেদ রউফ। সূচনা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল। অনুভূতি ব্যক্ত করেন স্মারকগ্রন্থের সম্পাদক নেছার আহমদ। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। মঞ্চে ছিলেন একাডেমির পরিচালক দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এসএম আবদুল আজিজ, মুহাম্মদ নোমান লিটন, মেহের আফরোজ হাসিনা,  শারুদ নিজাম, সুপ্রতিম বড়ুয়া, রোকেয়া হক, মৃণালিনী চক্রবর্তী, এম কামাল উদ্দিন।

প্রফেসর রীতা দত্ত বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন। তাকে ছাড়া আমাদের চলে না। বঙ্গবন্ধুর জীবনকালের চেয়ে তাঁর কর্মপরিধি অনেক বেশি। তিনি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক একটি রাষ্ট্র চেয়েছিলেন। তিনি ছিলেন অসম সাহসী। তাঁকে বিশদভাবে জানা আমাদের জরুরি। আমাদের প্রজন্মকে তাঁর সম্পর্কে জানতে হবে। বাহ্যিক সম্পদ কেবল নয় অন্তরের সম্পদ বাড়াতে হবে। বই পাঠের মাধ্যমে সেই সম্পদ অর্জন করা যায়।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ছড়া-কবিতা পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উৎপল কান্তি বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, আজিজ রাহমান, সাঈদুল আরেফীন, ড. সৌরভ সাখাওয়াত,  ইফতেখার মারুফ, বিকিরণ বড়ুয়া, ফারজানা রহমান শিমু, জসিম উদ্দিন খান, লিটন কুমার চৌধুরী, আখতারুল ইসলাম, কাঞ্চনা চক্রবর্তী, বিচিত্রা সেন, ডা. দুলাল কান্তি চৌধুরী, মনজুর আহমদ, প্রদীপ নন্দী, শিরিন আফরোজ, সোমা মুৎসুদ্দী, তসলিম খাঁ, রুনা তাসমিনা, সুবর্ণা চৌধুরী, আবদুল্লাহ আল ফয়সল, সঞ্জয় পাল, ইসমত আরা নীলিমা, প্রিয়ংকা সরকার, পল্লব গুপ্ত, শাহীদ মাহমুদ, রাসু বড়ুয়া, জোনাকী দত্ত, হামিমা জামিল রুমা, কাজি ইব্রাহিম সেলিম, মৃত্তিকা চক্রবর্তী, সাইফ সিরাজ, আবিদা সুলতানা, শিপ্রা দাশ, আদৃতা রক্ষিত, গৌরী প্রভা দাশ, রূপক কুমার রক্ষিত, সাইফুদ্দিন সাকিব, প্রদ্যোত কুমার বড়ুয়া, ইভান পাল, রিফাত ফাতিমা তানশি, নান্টু বড়ুয়া, সুরভী কান্তা, শিউলী নাথ, সৌভিক চৌধুরী, স্বপ্ন কুমার আশ্চর্য বলাই, মো. শামীম হোসেন, আদনান কারীম, মুহাম্মদ ফরিদ মিয়া প্রমুখ।

বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উঠোন সাংস্কৃতিক গোষ্ঠী।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।