ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নতুন প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবেন তারেক সোলেমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
নতুন প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবেন তারেক সোলেমান বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান

চট্টগ্রাম: নতুন প্রজন্মের প্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণার উৎস হয়ে থাকবেন সদ্য প্রয়াত চসিকের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।  
মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে রোববার (৩১ জানুয়ারি) নগরের দোস্ত বিল্ডিংয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান একথা বলেন।

তিনি বলেন, তারেক সোলেমান সেলিম আমৃত্যু মেধা মননের আদর্শিক প্রগতিশীল রাজনীতিকে ধারণ করেছেন। একজন সুদক্ষ সংগঠক হিসেবে চট্টগ্রামের স্বৈরাচারবিরোধী ছাত্র গণআন্দোলনসহ দুঃশাসনবিরোধী প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন অগ্রসেনানি।

তার মতো একজন নিবেদিতপ্রাণ নেতার অকাল মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তির অপূরণীয় ক্ষতি হলো।

প্রধান আলোচক সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, অসুস্থ রাজনীতির বিপরীতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে সততা নীতি আদর্শে বলীয়ান তারেক সোলেমান সেলিমের সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি ছিলেন চটগ্রাম জেলা পরিষদের সদস্য নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত ও মুক্তিযোদ্ধা বাদশা মিয়া।  

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের নেতা আব্দুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, নুরুল হুদা চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, মো. কামাল উদ্দিন, রাজীব চন্দ, অ্যাডভোকেট মিলাদুল আমীন, নুরুল হোসেন মাসুদ, জাহাঙ্গীর আলম সুমন, মুস্তাফিজুর রহমান বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, নাসির আলী পান্না, অ্যাডভোকেট সৈকত দাশ, সোহেল ইকবাল, ইসমে আজিম আসিফ, শীলা চৌধুরী, আবদুর রহিম, শামসুল আলম, হাছান মুরাদ, প্রমথ বড়ুয়া, খালেদুজ্জামান খালেদ, আঁচল চক্রবর্তী, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ, অহিদুল মওলা টুটুল, আবদুল কাদের, মোহাম্মদ জিকো, মরহুমের পরিবারের পক্ষে ছোট ভাই যুবলীগ নেতা তারেক নোমান ও সন্তান মোহাইমিন তারেক রাতুল।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।