ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১৪ মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
চট্টগ্রামে ১৪ মাদকসেবীর কারাদণ্ড

চট্টগ্রাম: মাদকসেবনের দায়ে চট্টগ্রামে ১৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) নগরের লালদীঘি, বাকলিয়া, ফিসারিঘাট ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী।

এছাড়া বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন নামে একজনকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চান্দগাঁও সার্কেল উপ-পরিদর্শক মো. সানাউল্লাহ বাদী হয়ে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে বাংলানিউজকে জানান অধিদফতরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।