ঢাকা, সোমবার, ৫ কার্তিক ১৪৩১, ২১ অক্টোবর ২০২৪, ১৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নবনির্বাচিত মেয়র রেজাউল শপথ নেবেন বৃহস্পতিবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
নবনির্বাচিত মেয়র রেজাউল শপথ নেবেন বৃহস্পতিবার  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলররা শপথ নেবেন আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)। ঢাকার ওসমানী মিলনায়তনে বেলা ১১টার দিকে এ শপথ অনুষ্ঠান হবে।

 

নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বাংলানিউজকে জানান, চসিকের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামী ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন মাননীয় প্রধানমন্ত্রী।

অন্যদিকে কাউন্সিলরদের স্থানীয় সরকার মন্ত্রী শপথ পাঠ করাবেন।

এর আগে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।  তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। নির্বাচন ভোট পড়েছে ২২ শতাংশ।  

সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হয়। চসিকের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে নির্বাচন হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।