চট্টগ্রাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিজেকে একজন গুণগত মানের খেলোয়াড় হিসেবে তৈরি করতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প কিছুই নেই। প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট- এই নীতি মেনে চলতে হবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কল্লোল সংঘ ফুটবল দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, অনুশীলন একজন খেলোয়াড়ের জীবনকে অনন্য করে তুলতে পারে।
কল্লোল সংঘ ফুটবল কমিটির চেয়ারম্যান এম এ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে সিজেকেএস কাউন্সিলর হাফিজুর রহমান, মশিউল আলম, আহমেদুর রহমান, রায়হান রুবেল, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, কল্লোল সংঘের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদ, কোচ মো. কাশেম, নাহিদ মুরাদ মুন্না, আনোয়ার হোসেন, রাসেল মুরাদ, ইমরান, মোশাররফ হোসেন লিটন, মনসুর প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
জেইউ/এমআর/টিসি