ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরস শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, ফেব্রুয়ারি ১৮, ২০২১
কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরস শুক্রবার ...

চট্টগ্রাম: আধ্যাত্মিক সাধক, হজরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবীর (র.) ২১তম বার্ষিক ওরস ও ফাতেহা শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)। প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাগর পাড়ি দিয়ে হাজারো ভক্ত এ ওরসে অংশ নেন।

  

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফজরের নামাজের পর খতমে কোরআনের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর জিকির, মিলাদ, জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের কর্মসূচি শেষ হবে।

 

এন্তেজামিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আজিজুল কদর, মহাসচিব মো. শরীফ, যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান কুতুবদিয়া দরবারের সব ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে, নিরাপদ দূরত্ব বজায় রেখে ওরস ও ফাতেহায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।