ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রফেশনাল ডিইএবি’র মাতৃভাষা দিবসের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
প্রফেশনাল ডিইএবি’র মাতৃভাষা দিবসের সভা বক্তব্য দেন কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ।

চট্টগ্রাম: প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ‘ভাষা আন্দোলনই মুক্তিযুদ্ধের সূচনা’ শীর্ষক আলোচনা সভা শনিবার (২০ ফেব্রুয়ারি)অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুখ্য আলোচক মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক।

 

প্রধান অতিথির বক্তব্য দেন কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাফর আহমেদ সাদেক, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী তাজুল ইসলাম এবং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শুভাশীষ দাশ শুভ, অর্থ সম্পাদক টিটু বড়ুয়া ও ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল হোসাইন।

প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য দেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি আবদুল খালেক, আইডিইবি চট্টগ্রাম জেলার সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক এস এম সেলিম, সাংগঠনিক সম্পাদক জয়দেব বৈদ্য, ছাত্র বিষয়ক সম্পাদক পাপন বড়ুয়া, প্রকাশনা সম্পাদক এস এম তারেক মিয়া, বন্দর ডিপ্রকৌস এর সভাপতি ইমাম হোসেন, ওয়াসা ডিপ্রকৌস এর সভাপতি মোহাম্মদ ইউসুফ, পিডব্লিউডি ডিপ্রকৌস এর দপ্তর সম্পাদক সুরজিত বড়ুয়া, জনশক্তি ডিপ্রকৌস-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জিয়া উদ্দিন, পিএসডিইবি এর সভাপতি মোহাম্মদ হাসমত আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি উদ্যোগে সমাজে প্রতিটি স্তরে বাংলা ভাষা চর্চা করার মানসিকতা তৈরি করতে হবে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।