ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশে ফেব্রুয়ারিতেও পিকনিকের বাসে হিন্দি গান!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
একুশে ফেব্রুয়ারিতেও পিকনিকের বাসে হিন্দি গান! প্রতীকী ছবি

চট্টগ্রাম: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিকনিকের বাসে উচ্চৈঃস্বরে হিন্দি গান বাজানো এবং গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।

রোববার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ক্রসিং এলাকায় ওই গাড়িচালককে জরিমানা করেন তিনি।

 

শাহিনা সুলতানা বাংলানিউজকে বলেন, শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এলাকায় পিকনিকের বাসটিতে হিন্দি গান বাজছে দেখে তা বন্ধ করার জন্য ইশারা করি। বিষয়টি আমলে না নিলে গাড়িটিকে থামার সংকেত দিই।

এ সময় দ্রুতবেগে গাড়িটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া করি। কিছুদূর যাওয়ার পর গাড়িটি আটকে চালকের সঙ্গে কথা বলি।

মহান একুশের দিনে উচ্চৈঃস্বরে হিন্দি গান বাজানোর কারণ জানতে চাইলে চালক কোনো জবাব দেননি। এরপর গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখি ঠিক নেই। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করি।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।