ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নদীতে নিখোঁজ সেনা সদস্যের মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, ফেব্রুয়ারি ২৩, ২০২১
চট্টগ্রামে নদীতে নিখোঁজ সেনা সদস্যের মরদেহ উদ্ধার  ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় নদীতে নিখোঁজ সেনা সদস্য আসিফ হোসাইন নিশানের (২১) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। আসিফের বাড়ি নগরের হালিশহর এলাকায়।

 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে ডুবুরি রাজিব হোসেন মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। এ সময় নদীপাড়ে অপেক্ষমাণ শত শত মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ বাংলানিউজকে জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বন্ধুর সঙ্গে গোসল করতে নামেন বিএমএর ক্যাডেট আসিফ। এরপর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। এর সঙ্গে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের টিমও। মঙ্গলবার আমাদের একজন ডুবুরি মরদেহটি খুঁজে পান। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।