চট্টগ্রাম: বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপ্টারের দশম চ্যাপ্টার কমিটির নেতারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাস্থই নেতারা সিডিএ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাস্থই’র বর্ষপঞ্জি ও নববর্ষের কার্ড উপহার দেন।
বক্তব্য দেন ডেপুটি চেয়ারম্যান ফারুক আহমেদ, সম্পাদক ফজলে ইমরান চৌধুরী, কোষাধ্যক্ষ বিজয় শঙ্কর তালুকদার, সদস্য সাইফুর রশিদ, মোহাম্মদ ইমরান বিন হুসাইন প্রমুখ।
সিডিএর পক্ষে বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান ও অথরাইজড অফিসার মো. ইলিয়াস। বক্তারা সিডিএ ও বাস্থই’র মধ্যে দ্বিপাক্ষিক বিষয়াদি আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাস্থই সদস্য আদর ইউসুফ, মো. মঈনুল হাসান ও দেবরায় ত্রিপুরা।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এআর/টিসি