ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার সিমেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার সিমেন্ট

চট্টগ্রাম: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড দ্যা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০১৯’ এ স্বর্ণ পদক অর্জন করেছে।

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিমিয়ার সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মোহাম্মদ আমিরুল হককে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 চতুর্থবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রিমিয়ার সিমেন্ট।

অনুষ্ঠানে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের পক্ষ থেকে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

চলতি বছরের জানুয়ারি মাসেই প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করে।  প্রিমিয়ার সিমেন্ট পঞ্চম বারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করে।  

এর আগে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড সরকারের কাছ থেকে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স' সহ আরও নানা সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।