চট্টগ্রাম: বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও আইন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এম শাহ আলম স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশ হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি এক্স ল স্টুডেন্টস এসোসিয়েশন (চুয়েলসা) এর আয়োজনে এই স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।
‘আইন শিক্ষার আলোকবর্তিকা’ নামক এ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান চিটাগাং ক্লাব লিমিটেডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
চুয়েলসার সভাপতি অ্যাডভোকেট আবু তৈয়ব কিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা অনুষদ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আহমদ নবী আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, শিক্ষা ও গবেষণা বিভাগের পরিচালক ড. আবদুল্লাহ আল ফারুক।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে চুয়েলসার ওয়েবসাইট উদ্বোধন করেন চুয়েলসার সভাপতি আবু তৈয়ব কিরণ।
পরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হককে সভাপতি এবং অষ্টম ব্যাচের ছাত্র ব্যারিস্টার ওসমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমআর/টিসি