ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, মার্চ ৮, ২০২১
ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১ নিহত ছাত্রলীগ নেতা মো. ইমন রনি

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানার আরেফিন নগরে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে মো. ইমন রনি (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।  

রোববার (৭ মার্চ) রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত মো.ইমন রনি বায়েজিদ থানার আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনির নূর কাসেমের ছেলে।

বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াছিন হোসেন  বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের দু'পক্ষে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 গত কয়েকদিনে বায়েজিদ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে কয়েকবার।

নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।  

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রীতম সরকার বাংলানিউজকে বলেন, দু'গ্রুপের সংঘর্ষে ইমন নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তা বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাস্থলে উপস্থিত বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বাংলানিউজকে বলেন, দু'পক্ষের সংঘর্ষে ইমন নামের একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি, বিষয়টি তদন্ত করে দেখছি।

এদিকে রাত পৌনে ১১টার দিকে লাশ চমেক হাসপাতাল জরুরি বিভাগে আনা হলে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে খুনিদের বিচারের দাবি করে।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।