ঢাকা, বৃহস্পতিবার, ৯ চৈত্র ১৪২৯, ২৩ মার্চ ২০২৩, ০১ রমজান ১৪৪৪

চট্টগ্রাম প্রতিদিন

৭ মার্চের ভাষণ চেতনার অগ্নিমশাল: প্রদীপ চক্রবর্তী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২১
৭ মার্চের ভাষণ চেতনার অগ্নিমশাল: প্রদীপ চক্রবর্তী ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ রাজনীতির এক মহাকাব্য। এক অমর অনবদ্য সৃষ্টি।

এ ভাষণ বাঙালির সংকটে, সংগ্রামে প্রেরণার উৎস।

তিনি বলেন, যতদিন বাঙালির ইতিহাস থাকবে, ৭ মার্চ দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ ততদিন বাঙালির কাছে চেতনার অগ্নিমশাল হয়ে থাকবে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীমের সভাপতিত্বে ও উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) তাওয়ারিক আলম প্রমুখ।  

এর আগে সকাল ৯টায় বোর্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে শুরু হয় আলোচনা সভা।  

সভায় বক্তারা বলেন, ৭ মার্চের ভাষণ ছিল মুক্তিপাগল বাঙালি জাতির জন্য চূড়ান্ত নির্দেশনা স্বরূপ। বিশ্বঐতিহ্যের স্বীকৃতি হিসেবে এ ভাষণ বাঙালি জন্য নতুন দিগন্তের সূচনা করেছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa