ঢাকা, শুক্রবার, ১০ চৈত্র ১৪২৯, ২৪ মার্চ ২০২৩, ০২ রমজান ১৪৪৪

চট্টগ্রাম প্রতিদিন

জানাজা শেষে ফেরার পথে ছুরিকাঘাতে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
জানাজা শেষে ফেরার পথে ছুরিকাঘাতে আহত ২ আহত কর্মী।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো.ইমন রনির জানাজা শেষে ফেরার পথে ছুরিকাঘাতে ২ জন আহত হয়েছে।  

সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাকিব (১৯) ও ইউসুফ (১৯)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা কলোনিতে দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa