ঢাকা, মঙ্গলবার, ১৪ চৈত্র ১৪২৯, ২৮ মার্চ ২০২৩, ০৫ রমজান ১৪৪৪

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা, ৬ বাসযাত্রী আহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা, ৬ বাসযাত্রী আহত  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: মিরসরাই বাজারে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৬ জন বাসযাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৯ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- মান্নান হোসেন (২৯), শাহ আলম (৪২), মোসাম্মৎ শাহিদা (৪৫), সজীব (১০), আবুল কালাম (৪৫) ও ফুয়াদ হোসেন (৩০)।

 

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরসরাই ও সীতাকুণ্ড স্টেশনের তিনটি গাড়ি পাঠানো হয়। তারা ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa