চট্টগ্রাম: নগরের হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলায় প্রধান শিক্ষক মাহফুজুর রহমানের চতুর্থ কর্মদিনে সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এ নিয়ে এ মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক একেএম মোজাম্মেল হকের আদালতে সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বাংলানিউজকে বলেন, মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আলোচিত যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চতুর্থ কর্মদিনে আদালতে সাক্ষ্য দিয়েছেন।
২০১৮ সালের ২৬ মার্চ হালিশহরের মেহের আফজল স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে প্রধান শিক্ষকের অফিস কক্ষের ভেতর যুবলীগ কর্মী মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের মা নূর নেছার বেগম বাদী হয়ে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল, তার ছেলে আলী আকবর ইকবালসহ ১৮ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার ২০১৮ সালের জুলাই মাসে হাজি ইকবাল, তার ছেলে আলী আকবরসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এমআর/টিসি