ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যন্ত্রশিল্পীদের মাইক্রোবাসকে চাপা দেওয়া লরির চালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
যন্ত্রশিল্পীদের মাইক্রোবাসকে চাপা দেওয়া লরির চালক গ্রেফতার

চট্টগ্রাম: মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই যন্ত্রশিল্পী নিহতের ঘটনায় লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ মার্চ) দিনগত রাত সোয়া ২টার দিকে আকবরশাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত লরির চালকের নাম আক্কাস আলী (৬৮)। তার বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়।

 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বাংলানিউজকে বলেন, ঘাতক লরি চালক আক্কাসকে রোববার দিনগত রাতে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আক্কাস জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন।  

গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ যন্ত্রশিল্পী নিহত হন এবং ৬ জন আহত হন।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।