ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়: বক্কর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়: বক্কর  ...

চট্টগ্রাম: মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলন।

কিন্তু আওয়ামী লীগ সেটাকে মেনে না নিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেছে। আওয়ামীলীগই এদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে।
গত পনের বছর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করেছে। বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীরা হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।

বুধবার (৮ জানুয়ারী) বিকালে নগরের জেএমসেন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমানের নির্দেশনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শীতার্ত সনাতন ধর্মালম্বীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস‌্য খোরশেদ আলম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন আন্দরকিল্লাহ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আলি নূর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসর, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অধ‌্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, জাতীয় সঙ্গীত পরিষদের আর কে দাস রুপু, মহানগর পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস‌্য বিপ্লব চৌধুরী বিল্লু, মহানগরের সদস‌্য সচিব বাপ্পি দে, দক্ষিণ জেলার সদস‌্য সচিব উজ্জল বরণ বিশ্বাস, মহানগর যুগ্ম আহ্বায়ক বাবলু নাথ, দিপক চৌধুরী কালু, অসিম বনিক, সন্জয় ধর সনজু, মিঠুন দাস, সদস‌্য সাজু দাস, সুকান্ত মজুমদার, রাজু দাস, স‌ুজন ধর, জীবন মিত্র রাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।