ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানত সেতু পারাপারে টোল আদায় বন্ধের আবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
শাহ আমানত সেতু পারাপারে টোল আদায় বন্ধের আবেদন ...

চট্টগ্রাম: কর্ণফুলী শাহ আমানত সেতু পারাপারে যানবাহন থেকে টোল আদায় বন্ধের আবেদন জানিয়েছে বিএনপি’র লিগ্যাল এইড কমিটি কর্ণফুলী উপজেলা শাখা।

সম্প্রতি এ সংক্রান্ত আবেদন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের হাতে হস্তান্তর করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ফোরকান ও সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম মোর্শেদ।

আবেদনে উল্লেখ করা হয়, দিন দিন চট্টগ্রাম মহানগরে জনসংখ্যা বাড়ছে। সেই তুলনায় স্বল্প আয়ের মানুষের বাসস্থান অপ্রতুল।

শহরে অস্বাভাবিক হারে বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখানে ভূমি স্বল্পতার কারণে কর্ণফুলী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ উপজেলায় স্বল্প আয়ের মানুষের জন্য পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা জরুরি। কিন্তু কর্ণফুলী শাহ আমানত সেতু পারাপারে টোল আরোপ থাকায় দক্ষিণ জেলায় বসবাসরত জনসাধারণের যাতায়াত খরচ বেড়েছে।  

‘কর্ণফুলী উপজেলার বাসিন্দাদের পড়ালেখা, পেশাগত ও পারিবারিক কাজে দৈনিক একাধিকবার চট্টগ্রাম শহরে যাতায়াত করার ক্ষেত্রে শাহ আমানত সেতু পারাপারে আরোপিত টোলের কারণে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয়। একইভাবে শাহ আমানত সেতুর ওপর আরোপিত টোলের কারণে কর্ণফুলী উপজেলার বাসিন্দারা প্রাইভেট গাড়ি ব্যবহারে অসুবিধার সম্মুখিন হচ্ছেন।

আবেদনে বলা হয়, টোল আদায় বন্ধ করা হলে দক্ষিণ চট্টগ্রামের মানুষসহ কর্ণফুলী উপজেলার বাসিন্দারা সহজে নিজ বাড়িতে বসবাস করে চট্টগ্রাম শহরের কর্মস্থলে যাতায়াত করতে বা অন্যান্য কাজে শহরে আসা-যাওয়া করতে সক্ষম হবেন। এতে শহরের আবাসিক সংকট অনেকাংশে লাঘব হবে। এছাড়া সেতু পারাপারে টোল আদায় বন্ধ করা হলে চট্টগ্রাম দক্ষিণ জেলায় লোকজনের বাসযোগ্য আবাসিক এলাকা গড়ে তোলার মাধ্যমে চট্টগ্রাম সিটির নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের লোকজনের আবাসিক সংকট নিরসন করা সহজ হবে।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।